ঢাবির সিনেট সদস্য হিসেবে ৫ এমপিকে মনোনয়ন
প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ১৭:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) ধারা অনুযায়ী পাঁচ এমপিকে মনোনয়ন দিয়েছেন।
মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. নুরুল আবছার এসব তথ্য জানিয়েছেন।
সম্পর্কিত খবর
তিনি জানান, গত ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে এ আদেশ জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া পাঁচ সংসদ সদস্য হলেন—র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, বেগম মেহের আফরোজ, মো. আবদুস সোবহান মিয়া এবং মনজুর হোসেন।
পূর্বপশ্চিমবিডি/এআই