বিদায় বেলার গল্প

কয়েকদিন ধরে দেশজুড়ে মুষলধারে বৃষ্টি হলেও আজ তার ছিটেফোঁটাও নেই৷ সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে। এই রৌদ্রময় দিনে সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগে অনুষ্ঠিত হলো বিদায় সংবর্ধনা।
মঙ্গলবার দুপুরে ফিজিওথেরাপি ভবনে ঘটা করে আয়োজন করা হয় ৩৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান। বিভাগের ৩৫ ও ৩৬তম ব্যাচের যৌথ উদ্যোগে এ আয়োজনের সম্পন্ন হয়। জাহিদ হাসান দিপু ও সায়মা জেরিনের সঞ্চালনায় প্রথমে আলোচনা সভা এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়।
সম্পর্কিত খবর
বিভাগের প্রধান ডা. নাসিমা ইয়াসমিন বলেন, ‘বিশ্রামের সময় শেষ। মেধা ও পরিশ্রম কাজে লাগিয়ে কর্মজীবনে সফল হও। সেই দোয়া রইল।’
এছাড়াও তিনি সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ফান্ড সংগ্রহ ও বিতরণের আহ্বান জানান শিক্ষার্থীদের। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফিজিওথেরাপীর ৩৫ ব্যাচের শিক্ষার্থী শাওন সরকার জয়। তিনি বলেন, ‘চিরতরে বিদায় দেওয়া সম্ভব নয়। চার বছরের সকলে সকলের সাথে মিশে গিয়েছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ বিদায় দিতে হচ্ছে।’
শেষে জমকালো সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে। নাচ, গান ও নানাবিধ বিনোদনে ৩৪ ব্যাচের ক্যাম্পাস জীবনের সমাপ্তি হয়।
পূর্বপশ্চিম- সানজিদা/ এনই