জহুরুল হক হলের পুকুর ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে পলাশ আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মে) দুপুরে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন
সম্পর্কিত খবর
পলাশ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সহপাঠীরা জানান, দুপুর ১২টার দিকে পলাশ তার বন্ধুর সঙ্গে পুকুরে নামেন। এরপর তিনি এবং তার বন্ধু পুকুরের এক পাড় থেকে সাঁতারে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। পলাশ অন্য পাড়ের পৌঁছানোর একটু আগে ডুবে যান।
হল সূত্র জানায়, পলাশের বাড়ি জামালপুরে। তিনি হলের ৩০১৪ নম্বর রুমে থাকতেন। পলাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শহীদ সার্জেন্ট জহুরুল হকের হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম।
এর আগে, ২০১৬ সালে এই পুকুরে ডুবে জনি নামে ফলিত রসায়ন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়। এরপর হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্তক করে বিজ্ঞপ্তি দিয়েছিল। তাতে পুকুরের মাঝখানে গিয়ে সাঁতার কাটার বিষয়ে নিরুৎসাহিত করা হয়।
পূর্বপশ্চিম- এনই