প্রধানমন্ত্রী বই বিতরণ উদ্বোধন করবেন ৩০ ডিসেম্বর
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ২০:৫২ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২৩:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন আগামী ৩০ ডিসেম্বর।
রোববার (২৬ ডিসেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্পর্কিত খবর
সূত্র জানায়, করোনকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। আর মূল অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
জানুয়ারি প্রথম সপ্তাহের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
পূর্বপশ্চিম- এনই