শিক্ষা অফিসার পদে পদায়নে সিনিয়র শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের জন্য সিনিয়র শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার। বুধবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তথ্য পাঠাতে সকল উপপরিচালক, সকল জেলা শিক্ষা অফিসার অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়।
সম্পর্কিত খবর
অফিস আদেশে বলা হয়, ২০২১ সালের নিয়োগ বিধিমালা মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে ৫০ শতাংশ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে পদায়নের বিধান রয়েছে। এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০ জুন ৫ হাজার ৪৫২ জন পদোন্নতি প্রাপ্ত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন প্রয়োজন।
অফিস আদেশে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদেরর মধ্য থেকে (জ্যেষ্ঠতানুসারে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বদলি-ভিত্তিক পদায়নে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে [email protected]@dshe.gov.bd ই-মেইলে আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএস