সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব চায় স্বাশিপ

জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ‘তোমার জন্য পূর্ণতা পেল স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানায় সংগঠনটি।
সম্পর্কিত খবর
স্বাশিপ নেতা অধ্যক্ষ এস এম একরামুল হক বলেন, নির্বাচন এলেই শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অথচ সংসদে তাদের প্রতিনিধিত্ব নেই। শিক্ষকদের দাবি তুলে ধরতে জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধি রাখতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি থাকবে না। এই সরকারের আমলে সাড়ে ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হবে।
স্বাশিপের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন নেতা বক্তব্য রাখেন।
পূর্বপশ্চিমবিডি/জিএস