শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে ফের আলোচনা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ১২:৪৭ | আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১২:৫৭

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও। শিক্ষা প্রতিষ্ঠানের জনবল অনুযায়ী এই সহায়তা দেয় সরকার।
নতুন করে ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফলে তাদের এমপিওভুক্তিতে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর সংশোধনীতে তাদের অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত না হলেও বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/জিএস