বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বন্যার কবলে পড়া জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার অসহায়, দিন-মজুর, ও নিম্নবিত্ত বন্যার্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।
বৃহস্পতিবার (৩০জুলাই) বেলা ১২টায় সেভ দ্য টুমরো জাককানইবি শাখার সদস্যরা খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল, সেমাই, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, সাবান, মসলা ।
সম্পর্কিত খবর
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি নিয়ে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান সৈকত জানান, আমরা গত ঈদের ধারাবাহিকতায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। আগামীকাল জামালপুরের ইসলামপুর, সিরাজগঞ্জ ও খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমাদের সাধ্যমতো ঈদ উপহার পৌঁছে দেয়া হবে। ইতিমধ্যে সাতক্ষীরায় ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম