রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬২
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬২ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে রোববার (২৯ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সম্পর্কিত খবর
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১২.২ গ্রাম হেরোইন, ১০৫ বোতল ফেনসিডিল, ৩৪ কেজি ৪৬৪ গ্রাম গাঁজা, ২১ হাজার ৬০৯ ইয়াবা, ১০ গ্রাম আইস ও ৫০টি ইনজেকশন জব্দ করা হয়।
আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম