রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬৬
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ১১:৪১
-image-1643175771.jpg)
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬৬ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সম্পর্কিত খবর
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২ হাজার ৫১৬ পিস ইয়াবা, ৪০৪ গ্রাম ২৯১ পুরিয়া হেরোইন ও ২৮ কেজি ১৬০ গ্রাম ১৩৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি