লকডাউনে প্রাইভেটকার নিয়ে রাস্তায় ১৩ বছরের কিশোর

দেশের করোনা সংক্রমণরোধে সাত দিনের লকডাউনের প্রথমদিন ছিলো সোমবার (৫ এপ্রিল)। তুলনামূলক ফাঁকা রাস্তায় প্রাইভেটকার নিয়ে রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছিলো এক কিশোর, বয়স ১৩। মুখে ছিলো না মাস্ক। শাহবাগ থেকে কাঁটাবন সিগন্যালে দিকে যাওয়ার পথে গাড়িটিকে আটকায় র্যাব।
ড্রাইভিং সিটের পাশে বসা কিশোরের বাবা জানান, তিনি ভালো চালাতে পারেন না। ছেলে আরো আগে থেকেই গাড়ি চালায়, এ জন্য তাকে নিয়ে বের হয়েছেন। রাস্তা ফাঁকা থাকায় বাসা থেকে কিছুক্ষণ আগেই তারা বের হয়েছিলেন।
সম্পর্কিত খবর
র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে জরিমানা করেছেন এবং অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে র্যাবের একজন সদস্য গাড়িটিকে চালিয়ে শাহবাগ থেকে পরীবাগে তাদের বাসায় পৌঁছে দেয়।
এদিন ওই ব্যক্তিসহ অকারণে ঘোরাঘুরি, মাস্ক না পরা, মোটরসাইকেলে যাত্রী বহনের অপরাধে শাহবাগ এলাকায় ২৫ জনকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৩’র সহায়তায় শাহবাগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযান শেষে তিনি বলেন, রিকশাচালক, ভ্যান চালক, মোটরসাইকেল চালক, আরোহী ও যারাই মাস্ক পরছেন না তাদেরকে সচেতন করে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে।
তিনি বলেন, এছাড়াও লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছে তাদের সচেতন করা হচ্ছে যাতে তারা বাইরে না আসে। মূলত জরিমানা করাই র্যাবের উদ্দেশ্য নয়। র্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি