শাকিব খানের বিরুদ্ধে সমন জারি
প্রকাশ: ০৯ মে ২০২৩, ১৫:১৮

মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত। আগামী ১৫ মের মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
তিনি বলেন, বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার (৮ মে) বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।
এর আগে, রোববার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ মামলা করেন রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম