নাদিয়ার মৃত্যু
ভিক্টর পরিবহনের চালক-হেলপার রিমান্ডে

রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া সুলতানাকে চাপা দেয়ার ঘটনায় করা মামলায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়েরকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জানুয়ারি) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সম্পর্কিত খবর
বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ২২ জানুয়ারি দুপুরে রাজধানীর প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান সাদিয়া; আহত হন তার বন্ধু। ওইদিনই সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় লিটন ও খায়েরের বিরুদ্ধে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আবদুল আহাদ ২৩ জানুয়ারি সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান।
পূর্বপশ্চিমবিডি/এসএম