বিএনপি নেতা সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
এদিন মামলার আসামিদের হাজিরার দিন ধার্য ছিলো। আসামিরা হাজিরা না দেওয়ায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
সম্পর্কিত খবর
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিলো। ওইদিন হেফাজত ইসলাম, জামায়াত-শিবির ও বিএনপির অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ নেতাকর্মী উগ্র ও জঙ্গিরূপ ধারণ করে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। বেআইনি জনতাবদ্ধে অস্ত্রশস্ত্রে, ইটপাটকেল, বাঁশের লাটি, লোহার রড, হকি স্টিক নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশের ওপর হামলা করে। হত্যার উদ্দেশে ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে। এতে অনেক পুলিশ সদস্যসহ অন্যরা আহত হন।
এ ঘটনায় তৎকালীন পল্টন থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে এ মামলা করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম