বাংলাদেশি গৃহকর্মী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

বাংলাদেশি গৃহকর্মী হত্যায় আয়েশা আল জিজানী নামের এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছেে দেশটির একটি আদালত। একই ঘটনায় আয়েশার স্বামী বাসেম সালেম ও পুত্র ওয়ালীদকে জেল দেওয়া হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। এই প্রথম কোনো বাংলাদেশিকে হত্যায় রায় দিয়েছে সৌদি আরব।
সৌদি আরবের স্থানীয় আদালতে ১৪ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হয়েছে।
সম্পর্কিত খবর
বাংলাদেশি সেই গৃহকর্মীর নাম আবিরন বেগম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা বাংলাদেশি নাগরিক আবিরনের গৃহকর্ত্রী ছিলেন।
আবিরন বেগমকে চিকিৎসার ব্যবস্থা না করাসহ বিভিন্ন অসহযোগিতা করার অপরাধে আয়েশার ছেলে ওয়ালিদকে ৭ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। হত্যার আলামত ধ্বংস, বিভিন্ন অবৈধ কাজে পাঠানো ও চিকিৎসার ব্যবস্থা না করায় আয়েশার স্বামীর বিভিন্ন মেয়াদে জেল ও ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/ এনএন