হল শাখার নেতাকে পেটালেন ছাত্রলীগের সভাপতি শোভন
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বিজয় একাত্তর হলশাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদার মাহমুদ আব্বাসকে পিটিয়েছেন।
দুপুরে টিএসসি প্রাঙ্গণে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির প্রতীকী ফাঁসি, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। অনুষ্ঠানে যোগ দিতে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। অনুষ্ঠানে ঢোকার আগে শোভনের গাড়ি এসে থামে টিএসসি প্রাঙ্গণে। আর তখনই ঘ ট অনাকাঙ্খিত ঘটনা।
এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।