ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত
প্রকাশ: ২২ মে ২০২৩, ১৪:২৯

ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন অন্তত আরো ছয়জন। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
স্থানীয় সময় সোমবার (২২ মে) ভোরে পশ্চিম তীরের নাবলুস এলাকায় এ ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা মধ্যরাতে ক্যাম্পে হামলা চালায়। পরে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র- সিনহুয়া।
পূর্বপশ্চিমবিডি/এসএম