ফ্রান্সে গাড়িতে তিনজনকে গুলি করে হত্যা

দক্ষিণ ফ্রান্সের শহর মার্সেইতে একটি গাড়িতে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে মোট পাঁচজন ছিলেন । তারা একটি নাইটক্লাব থেকে বের হয়ে গাড়িতে উঠলেই গুলি চালানো হয়। অজ্ঞাত হামলাকারীরা বন্দুক হামলা চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বার্তা সংস্থা এএফপি বলছে, মার্সেইতে এ পর্যন্ত মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা এটা নিয়ে ২১ দাঁড়িয়েছে। এই শহরে সাম্প্রতিকালে মাদক সহিংসতা বেড়েছে।
সম্পর্কিত খবর
নাইটক্লাব থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই তাদের ওপর গুলি চালানো হয়। তদন্তকারীরা ফরাসি সংবাদ মাধ্যমকে বলেছে, এই পাঁচজনই পুলিশের কাছে পরিচিত ছিলো এবং তারা একটি হাউজিং এস্টেটে বাস করত যেখানে মাদক অপরাধ ব্যাপক। পুলিশ আরো জানার ঘটনাস্থলের কাছে অন্য একটি গাড়িতেও আগুন লাগে সেটাও মাদক সহিংসতার দিকে ইঙ্গিত করে, কারণ অপরাধীরা প্রায়ই প্রমাণ নষ্ট করতে তাদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এই ঘৃণ্য অপরাধের অপরাধীদের খুঁজে বের করতে এবং এই সহিংসতার পেছনে জড়িতদের নেটওয়ার্ক ভেঙে দিতে পুরো পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়েছে বলে জানায় কতৃপক্ষ। সূত্র : বিবিসি।
পূর্বপশ্চিমবিডি/এসএম