দুই বিয়ের দাবিতে থানায় হাজির তরুণী

দুটি বিয়ে করার দাবি নিয়ে সম্প্রতি থানায় হাজির হন এক তরুণী। কান্নাকাটি করে তিনি লুটিয়ে পড়েন পুলিশের পায়ে। দাবি একটাই, স্বামী থাকলেও বিয়ে দিতে হবে প্রেমিকের সঙ্গে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
সম্পর্কিত খবর
ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কেঁদে কেঁদে ওই তরুণী বলছেন, ‘দুটো বিয়ে করবো, দুটো বিয়ে।’
জানা গেছে, তিনি তার প্রেমিককে বিয়ে করতে চান বটে, তবে স্বামীকে ছাড়তে নারাজ। এদিকে, এমন দাবি শুনে পুলিশকর্মীরা থানা থেকে বেরিয়ে যেতে বললে ক্ষেপে যান ওই তরুণী। ঘটে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতির ঘটনা। এমনকি রাগের মাথায় পুলিশের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন তিনি।
ওই তরুণীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পরও প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখেছে সে।
কাজলের স্বামী বলেন, ও আমাকে একদিন বললো, নিজের প্রেমিককে বিয়ে করে একসঙ্গে দুজনের সঙ্গেই সংসার করতে চায়। আমি ওকে বলি, এমনটা সম্ভব নয়। তাই এখন পুলিশের কাছে গিয়ে এমন দাবি জানাচ্ছে সে।
প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে, ওই তরুণী ‘মানসিক ভারসাম্যহীন’। সূত্র: আনন্দবাজার
পূর্বপশ্চিমবিডি/এসএম