যুক্তরাষ্ট্রে চকোলেট কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি চকোলেট কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও তিনজন লোক দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার (২৬ মার্চ) সর্বশেষ ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। বিস্ফোরণে পুরো ভবন ধসে গেছে। নিউজ নাইন।
ওয়েস্ট রিডিং বরো পুলিশ প্রধান ওয়েন হোলবেন নিশ্চিত করেছেন, ফিলাডেলফিয়ার প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়েস্ট রিডিং বরোতে আরএম পামার কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণটি ঘটে। ধ্বংসাবশেষের নীচে চারজনের মৃতদেহ পাওয়া গেছে।
সম্পর্কিত খবর
জানা যায়, শুক্রবার (২৪ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টার আগে বিস্ফোরণটি ঘটে। উদ্ধারকারী দল এবং কর্মকর্তারা নিখোঁজদের উদ্ধার না করা পর্যন্ত বিশ্রাম নেবেন না বলে বলে ঘোষণা দেন।
বিস্ফোরণের ধাক্কায় পাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা তাপ ইমেজিং সরঞ্জাম এবং কুকুর ব্যবহার করে সম্ভাব্য জীবিতদের সন্ধান করছে। কর্মীরা পদ্ধতিগতভাবে এবং সাবধানে সাইট থেকে ধ্বংসাবশেষ টানতে ভারী সরঞ্জাম ব্যবহার করছে।
বরো ফায়ার চিফ চ্যাড মোয়ার শনিবার রাতে বলেন, প্রচণ্ড বিস্ফোরণে ভবন মারাত্মকভাবে ধসে যাওয়ায় নিখোঁজদের পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাছাড়া সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের সম্ভাবনা দ্রুত হ্রাস পাচ্ছে।
শহরের মেয়র সামান্থা কাগ বলেন, উদ্ধারকর্মীরা এখনো জীবিত বা মৃত দেহ পেতে আশাবাদী। ক্ষতিগ্রস্তদের ব্যাপারে তথ্য পেতে তদন্ত ও উদ্ধারকাজ চলমান থাকবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম