কর্ণাটক রাজ্যে শিক্ষা ও চাকরিতে মুসলমানদের কোটা বাতিল
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ২৩:৪৯

ভারতের কর্নাটক রাজ্যে চাকরি ও শিক্ষা খাতে মুসলিমদের জন্য যে চার শতাংশ কোটা চালু রয়েছে তা বাতিল করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
সম্পর্কিত খবর
মুসলমানদের বাতিল করা কোটা দুটি ভাগ করে দেওয়া হয়েছে রাজ্যের ভোক্কালিগা ও লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে। আগে চাকরি ও শিক্ষায় ভোক্কালিগা সম্প্রদায়ের মানুষের ৫ শতাংশ কোটা ছিলো। এখন সেটি বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। লিঙ্গায়েত সম্প্রদায়ের কোটাও ২ শতাংশ বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কোটার বিভিন্ন ধরনে পরিবর্তন আনার সুপারিশ করেছিলো মন্ত্রিপরিষদের একটি উপকমিটি। আমরা সেই সুপারিশের অনুমোদন দিয়েছি।
পূর্বপশ্চিমবিডি/এসএম