তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে মৃত্যু ৫, নিখোঁজ ৩৩

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী চারটি নৌকা ডুবে অন্তত পাঁচজনের মৃত্যু ও নিখোঁজ রয়েছেন ৩৩ জন। খবর: এএফপি।
বৃহস্পতিবার ও শুক্রবার তিউনিসিয়ার উপকূলে এসব নৌকা ডুবে যায় এবং কোস্ট গার্ড ৮৪ জনকে উদ্ধার করে বলে দেশটির বিচার বিভাগীয় এক কর্মকর্তা জানিয়েছেন।
সম্পর্কিত খবর
বিচারক ফৌজি মাসউদ জানান, তিউনিসিয়ার সাফাক্স উপকূলে নৌকাগুলো ডুবে যায়। সম্প্রতি নৌকাযোগে এ ধরনের পাড়ি দেওয়ার চেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জাতিসংঘের নিবন্ধন অনুযায়ী, ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অঞ্চলে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এভাবে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী ক্রসিং হয়ে উঠেছে।
তুরস্কের ইজমির বন্দর থেকে রওনা হওয়া অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ২৬ ফেব্রুয়ারি ইতালির উপকূলীয় শহর ক্রোতোনের কাছে ভেঙে বহু মানুষের মৃত্যু হয়েছিলো।
পূর্বপশ্চিমবিডি/এসএম