গণমাধ্যমে দেওয়া সক্ষাৎকারে মেদভেদেভ
রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ মারাত্মক বিপর্যয় ঢেকে আনতে পারে

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ মারাত্মক বিপর্যয় ঢেকে আনতে পারে বলে সতর্ক করেছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। গণমাধ্যমে দেওয়া এক সক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মেদভেদেভ বলেন, কেবল সম্মুখ যুদ্ধের মাধ্যমেই বোঝা যাবে কোন দেশের সেনাবাহিনী শ্রেষ্ঠ। তবে মার্কিন সেনাবাহিনীকে এক নম্বর বলাটা ভুল। যদি এই দুই দেশের সেনাবাহিনী যুদ্ধ শুরু করে তাহলে কে জয়ী হবে তা আমরা কীভাবে বলবো। আসলে দুই দেশের কেউ জিতবে না।
সম্পর্কিত খবর
তিনি বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ মারাত্মক বিপর্যয় ঢেকে আনতে পারে। তাছাড়া কোন দেশের সেনাবাহিনী শ্রেষ্ঠ সেটা বলাও মুশকিল হবে।
রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, মার্কিন সেনাবাহিনী যখন মাঠে সক্রিয় ছিলো তখন এটিকে এক নম্বর বলা যেতো। তবে যুদ্ধরত সেনারাই এক নম্বর বলেও মনে করেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম