সুনামির সতর্কতা জারি
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৯:০৯

ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৭.১। জারি করা হয়েছে সুনামির সতর্কতা। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে দেশটির কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়। ভূগর্ভের অন্তত ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল।
সম্পর্কিত খবর
নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, নিউজিল্যান্ডের জনবহুল মূল দ্বীপগুলিতে সুনামির কোনো ভয় আপাতত নেই। সূত্র: সংবাদ প্রতিদিন।
পূর্বপশ্চিমবিডি/এসএম