তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় তিন মাসের জরুরি অবস্থা জারি

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিহতের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তিনি এ জরুরি অবস্থা ঘোষণা করেন। খবর: বিবিসি।
রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কে তিন হাজার ৫৪৯ জন নিহত হয়েছেন।
সম্পর্কিত খবর
তিনি বলেন, ভূমিকম্প-দুর্যোগ অঞ্চলের মধ্যে ১০টি শহর রয়েছে। সরকার বিশ্বের ৭০টি দেশ থেকে সাহায্যের প্রস্তাব পেয়েছে।
জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে আনাতালিয়ার হোটেলগুলো ব্যবহারের পরিকল্পনাও ঘোষণা করেন এরদোয়ান। ভূমিকম্পে যারা ঘরছাড়া, তাদের জন্য এসব আশ্রয়কেন্দ্রে আনার পরিকল্পনা রয়েছে তার সরকারের।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কের পাশাপাশি সিরিয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু মানুষ হতাহত হন। এদিন দুপুরেও শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
পূর্বপশ্চিমবিডি/এসএম