তুরস্কে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

তুরস্কে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৭ দশমিক ৮। সোমবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে দেশটির নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
সম্পর্কিত খবর
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রিপোর্ট আসছে যে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে অনেক মানুষ আটকে থাকতে পারে।
দিয়ারবাকিরে বিবিসির তুর্কি সংবাদদাতা জানিয়েছেন, শহরের একটি শপিং মল ধসে পড়েছে।
গাজা উপত্যকায় বিবিসির রুশদি আবুলউফ নামে এক প্রযোজক বলেছেন, তিনি যে বাড়িতে ছিলেন, সেখানে প্রায় ৪৫ সেকেন্ড কাঁপুনি ছিলো।
এদিকে তুরস্কের মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৯.৯ কিলোমিটার গভীরতার ওই ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬.৭।
পূর্বপশ্চিমবিডি/এসএম