• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
  • ||

‘আমাদের দুষবেন না, নিজেদের ঘর সামলান’

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩০
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানকে ঘিরে এক মাস আগেই উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। পেশোয়ারের মসজিদে টিটিপির মানববোমা হামলার পর এবার পাকিস্তানকে 'ঘর সামলানো'র পরামর্শ দিল আফগান তালেবান।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে গত সোমবারের বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষের মৃত্যুর তিন দিন পরে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল কাবুল। ঘটনার দায় অস্বীকার করে ইসলামাবাদের উদ্দেশে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মন্তব্য, ‘গত দু'দশকে আমরা এমন শক্তিশালী বোমা বা আত্মঘাতী জ্যাকেট দেখিনি, যা মসজিদের সঙ্গে শতাধিক মানুষকে উড়িয়ে দিতে পারে। ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।’

প্রসঙ্গত, পাকিস্তানি সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে নভেম্বরে ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাকিস্তানি সেনাবাহিনী বিচ্ছিন্নভাবে অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়ায়। আমেরিকায় ড্রোন হামলায় নিহত জঙ্গিনেতা বায়তুল্লাহ মেহসুদ প্রতিষ্ঠিত এই গোষ্ঠী বরাবরই পাকিস্তানি সরকারের বিরোধী।

২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে আত্মঘাতী হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীকে হত্যা করেছিল টিটিপি জঙ্গিরা। তারপর একাধিক অভিযান চালিয়েও তাদের বাগে আনতে পারেনি পাকিস্তান। সোমবার পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলারও দায় স্বীকার করেছে এই গোষ্ঠী। টিটিপির সঙ্গে আফগান তালেবানের একটি অংশের সুসম্পর্ক রয়েছে। ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে টিটিপির ডেরায় অভিযান চালাতে গিয়ে আফগান তালেবান বাহিনীর বাধার মুখে পড়ে।

আফগানিস্তান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close