মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:০৩

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের ‘এল ভেনাদিটো’ নামক নাইটক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (৩০ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সম্পর্কিত খবর
প্রতিবেদনে বলা হয়, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দু’টি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে। তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে এমনটি বলা হয়েছে।
এএফপি বলছে, এসময় ঘটনাস্থলেই ছয়জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। বন্দুকের গুলিতে আহত পাঁচজন হাসপাতালে ভর্তি।
পূর্বপশ্চিমবিডি/এসএম