ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৩, আহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
প্রতিবেদনে জানানো হয়, লস এঞ্জেলসের পার্শ্ববর্তী ভেবারলি ক্রেস্টে একটি ভাড়া বাড়িতে শনিবার রাত আড়াইটার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
লস এঞ্জেলসের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান ফ্রাঙ্ক প্রেসিয়াদো বলেন, এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো একটি গাড়ির ভেতরে ছিলো।
পুলিশের মুখপাত্র ব্রুস বরিহানাহ বলেন, আহত দুইজনকে ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। বাকিদের অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে।
হামলায় হতাহতদের বয়স, তারা নারী না পুরুষ, সেখানে কী হচ্ছিল এসব বিষয়ে কোনো তথ্য দেয়নি স্থানীয় পুলিশ।
এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়ে বরিহানাহ বলেন, ওই ভাড়া বাড়িতে কোনো পার্টি বা জনসমাগম হয়েছে কি না তা এখনো জানা যায়নি। কে বা কারা হামলা চালিয়েছেন তাও নিশ্চিত হওয়া যায়নি। সন্দেহভাজন হামলাকারীকে খোঁজা হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম