তলোয়ার দিয়ে কেক কাটলেন রাম রহিম

সম্প্রতি ভারতের ডেরা সাচ্চা সওদার প্রধান গুরুমিত রাম রহিম প্যারোলে মুক্তি পেয়েছেন। মুক্তির পর এবার তলোয়ার দিয়ে কেক কেটে আবারো আলোচনায় দেশটির বিতর্কিত এই ধর্মগুরু। খবর: এনডিটিভি।
প্রতিবেদনে আরো বলা হয়, হত্যা ও ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন রাম রহিম। গত শনিবার হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া জেল থেকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। এরপর উত্তরপ্রদেশের বাগপতের বারনাওয়া আশ্রমে গেছেন।
সম্পর্কিত খবর
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেক নিয়ে রাম রহিমের আনন্দ উদযাপনের একটি ভিডিও। জামিনের আবেদনে রাম রহিম বলেছেন, তিনি ২৫ জানুয়ারি সাবেক ডেরা প্রধান শাহ সাতনাম সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে চান।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কথিত ভিডিওটিতে ডেরা প্রধানকে বলতে শোনা যায়, পাঁচ বছর পর এভাবে উদযাপন করার সুযোগ পেয়েছি, তাই আমার অন্তত পাঁচটি কেক কাটা উচিত। এটাই প্রথম কেক।
প্রসঙ্গত, ভারতের অস্ত্র আইনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, বিশেষ করে তলোয়ার দিয়ে কেক কাটাও নিষিদ্ধ।
পূর্বপশ্চিমবিডি/এসএম