বুরকিনা ফাসোতে ৫০ নারীকে অপহরণ
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১০:২৩

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হাতে অপহৃত হয়েছেন ৫০ নারী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ও শুক্রবার (১৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সাউম থেকে তাদের অপহরণ করা হয়।
সোমবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটির সরকার এসব তথ্য জানায়।
সম্পর্কিত খবর
বিবৃতিতে জানানো হয়, ওই নারীদের উদ্ধারে এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
কোন গোষ্ঠীর সদস্যরা ওই নারীদের অপহরণ করেছে সে বিষয়েও কোনো তথ্য দিতে পারেনি বুরকিনা ফাসোর সরকার। আর কোনো সশস্ত্র গোষ্ঠীও এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা।
পূর্বপশ্চিমবিডি/এসএম