• সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
  • ||

২৫ তালেবান হত্যার খবরে ক্ষুব্ধ প্রিন্স হ্যারি

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২৩, ১৩:২০
ডয়েচে ভেলে

আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় ২৫ জন তালেবানকে হত্যা করার বিষয়ে তিনি গর্ব করেছেন। এমন দাবি যারা করেছেন তাদের তীব্র সমালোচনা করেছেন প্রিন্স হ্যারি। তিনি বলেছেন, এটা ‘বেদনাদায়ক’ ও ‘বিপজ্জনক মিথ্যা’।

মার্কিন চ্যাট শো ‘দ্য লেট শো’ এর সঞ্চালক স্টিফেন কোলবার্টের সঙ্গে কথা বলার সময় হ্যারি বলেন, ‘কোনো সন্দেহ নেই তারা (মিডিয়া) সবচেয়ে বিপজ্জনক যে মিথ্যাটি বলেছে তা হলো, আফগানিস্তানে কতজনকে হত্যা করেছি তা নিয়ে আমি অহংকার করেছি।’

তিনি অভিযোগ করেন, সংবাদ মাধ্যমে তার কথাগুলোকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। হ্যারি বলেন, ‘আমি আমার অভিজ্ঞতা ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে, সৎ থাকা উচিত। এটা অন্যদেরও তাদের অভিজ্ঞতা নিঃসংকোচে প্রকাশে উৎসাহিত করবে।’

‘স্পেয়ার’ বইয়ে হ্যারি দুইটি আফগানিস্তান সফরের কথা উল্লেখ করেছেন। ২০১২ সালে যখন তিনি দ্বিতীয়বার সেখানে যান, তখন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারে সহপাইলট বন্দুকধারী ছিলেন এবং তিনি ২৫ জন তালেবানকে হত্যা করেছিলেন। হ্যারি জানান, সে জন্য তিনি গর্বিত নন, লজ্জিতও নন।

ব্রিটিশ সংবাদপত্র ও কয়েকজন সাবেক সিনিয়র ব্রিটিশ সামরিক কর্মকর্তা এভাবে হত্যার সংখ্যা জনসমক্ষে প্রকাশ করার বিষয়টির কঠোর সমালোচনা করে জানিয়েছেন, এর ফলে হ্যারি ও সংশ্লিষ্ট অন্যরা ঝুঁকিতে পড়তে পারে।

প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক বই মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রকাশিত হয়। প্রকাশক জানিয়েছে, বইটি যুক্তরাজ্যে সবচেয়ে দ্রুত বিক্রিত ননফিকশন। এই বইতে হ্যারি তার জীবন, অন্যান্য রাজ পরিবারে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত ঘটনা, কীভাবে ‘প্রতিকূল’ মিডিয়ার সম্মুখীন হয়েছেন ইত্যাদি আরও অনেক বিষয়ে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, ব্রিটিশ সেনার অংশ হিসেবে প্রিন্স হ্যারি আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীতে ছিলেন। সেখানে তিনি সামরিক হেলিকপ্টার চালাতেন।

আফগানিস্তান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close