সেনেগালে দুই বাসের সংঘর্ষে নিহত ৪০, আহত ৮৭
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ২০:৩৫ | আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২০:৩৯

সেনেগালে কাফরিন শহরের কাছে দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত ও আহত হয়েছেন ৮৭ জন। রোববার (৮ জানুয়ারি) রাত ৩টা ১৫ মিনিটের দিকে ১ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। সূত্র: আল জাজিরা।
দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সল বলেন, ভয়াবহ দুর্ঘটনায় ৪০ লোক নিহত হয়েছেন। এই ঘটনায় দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সম্পর্কিত খবর
ন্যাশনাল ফায়ার ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান কর্নেল চেখ ফল বলেন, এটি ছিলো মারাত্মক একটি দুর্ঘটনা। এএফপিকে তিনি জানান, ৮৭ জন এই ঘটনায় আহত হয়েছেন।
আহতদের কাফফ্রিনের হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার ধ্বংসাবশেষ ও বাস দু’টি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম