ইউক্রেনের ২ গ্রাম দখল করেছে রাশিয়া

ইউক্রেনের দুটি গ্রাম দখল করেছে রাশিয়া। বুধবার রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
এমন সময় এ দাবি করা হলো যখন ইউক্রেনের কাছ থেকে দখল করা কয়েকটি অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনারা। ইউক্রেনের বাখমুত শহরের কাছাকাছি এই এলাকাগুলো দখলের জন্য গ্রীষ্মকাল থেকে লড়াই করছে রুশ সেনারা। একসময় আঙ্গুর ক্ষেত এবং লবণের খনির জন্য পরিচিত ছিল বাখমুত।
সম্পর্কিত খবর
দৈনিক প্রেস ব্রিফিংয়ে রুশ বাহিনী বলেছে, ‘দোনেতস্ক এলাকায় আক্রমণাত্মক কর্মকাণ্ডের পরে রাশিয়ার সৈন্যরা বিলোহোরিভকা এবং পার্শে ট্রাভনিয়ার বসতিগুলো সম্পূর্ণরূপে মুক্ত করেছে।’
বিলোগোরিভকা বাখমুত থেকে ২৪ কিলোমিটার উত্তরে এবং পার্শে ট্রাভনিয়া ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। খারসন ও খারকিভ থেকে পশ্চাদপসরণ করার পরে জয়ের জন্য মরিয়া রাশিয়ার সশস্ত্র বাহিনী বাখমুতের জন্য যুদ্ধে তাদের সমস্ত শক্তি নিয়োগ করেছিল। রাশিয়ার ভাড়াটে সৈন্য, কারাগারের বন্দী এবং নতুন সংগঠিত সেনারা এই এলাকায় মস্কোর পক্ষে যুদ্ধ করছে বলে ধারণা করা হচ্ছে।