ভারতে আকাশে ইরানের যাত্রীবাহী বিমানে বোমা আতঙ্ক

ইরানের যাত্রীবাহী ফ্লাইটে বোমার আতঙ্ক দেখা দেওয়ার পর ফাইটার জেট উড়িয়েছে ভারতীয় বিমানবাহিনী।
এনডিটিভি জানায়, ইরানের তেহরান থেকে চীনের গুয়াংজু যাওয়ার পথে সোমবার সকালে ভারতীয় আকাশসীমায় পৌঁছালে বোমা আতঙ্ক দেখা দেয়।
সম্পর্কিত খবর
মাহান এয়ারের উড়োজাহাজটিকে ভারতের দুটি বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট সেখানে অবতরণ না করে যাত্রা অব্যাহত রাখেন বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটি সকাল ৯টা ২০ মিনিটে ভারতীয় আকাশসীমায় পৌঁছার পর ভেতরে বোমা আতঙ্ক সংক্রান্ত একটি সতর্ক বার্তা আসে। এরপরই দিল্লি বিমানবন্দরে সতর্ক করা হয়।
পরে তেহরান থেকে ভারতের বিমান বাহিনীকে বিষয়টিতে গুরুত্ব না দিতে বলা হয়। পাইলট তার উড়োজাহাজ নিয়ে চীনের দিকে যাত্রা অব্যাহত রাখেন।
এই পুরো সময়টা ভারতীয় বিমান বাহিনীর সুখোই জেট ফাইটার নিরাপদ দূরত্বে থেকে মাহান এয়ারের ওই উড়োজাহাজকে পাহারা দিয়ে নিয়ে যায়।