ইউক্রেনের ৬ হাজার সেনা রাশিয়ার হাতে বন্দি

বর্তমানে ৬ হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়া হাতে বন্দি আছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের বন্দি সেনাদের মধ্যে কিছু রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আর বাকিদের আটক করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম আরআইএ নভোস্তি। পাশাপাশি ১৪৪ জন ইউক্রেনীয় সেনাকে বন্দি বিনিময়ের মাধ্যমে ছেড়ে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে রাশিয়া।
সম্পর্কিত খবর
বুধবার ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়ার কাছ থেকে নিজেদের ১৪৪ সেনাকে ঘরে ফিরিয়ে এনেছে ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যে ১৪৪ জনকে ইউক্রেনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন নিজে।
এদিকে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া যে ১৪৪ জনকে ফিরিয়ে দিয়েছে তাদের মধ্যে ৯৫ জন মারিউপোলের আজভস্টালে আশ্রয় নিয়েছিলেন। এই ৯৫ জনের মধ্যে আবার ৩৯ ছিলেন আজভ ব্রিগেডের সেনা। যাদের ধরতেই রুশ সেনারা সর্বশক্তি প্রয়োগ করেছিলেন।
পূর্বপশ্চিম- এনই