বাইডেনসহ ৯৬৩ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯৬৩ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। শনিবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ এবং হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানও রয়েছেন নিষেধাজ্ঞার ওই লিস্টে। নতুন এই রুশ নিষেধাজ্ঞার ফলে এসব নেতৃস্থানীয় মার্কিন নাগরিকগন দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
সম্পর্কিত খবর
মূলত, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ওই তালিকায় মূলত রয়েছেন মার্কিন সরকারি কর্মকর্তা, আইনজীবী এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি।
পাশাপাশি, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার আরো ২১ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুতিন ও তাঁর সরকার, সামরিক বাহিনীর সদস্যসহ প্রায় এক হাজার ব্যক্তির কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞার চারদিন পরেই রুশ সরকার এ পদক্ষেপ নিলো।
পূর্ব পশ্চিম/জেআর