প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ চলছে অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শনিবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় দেশটিতে।
এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য ভোটযুদ্ধে নেমেছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন ও লেবার নেতা অ্যান্থনি আলবানিজ। ভোটের প্রচারণায় যে দু’টি ইস্যু প্রাধান্য পেয়েছে দেশটিতে সেগুলো হলো জীবনযাত্রার ব্যয় ও জলবায়ু পরিবর্তন। যদিও নেতাদের ব্যক্তিগত ইমেজও এবার প্রাধান্য পেয়েছে ভোটারদের মাঝে।
সম্পর্কিত খবর
অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। জয়ের জন্য ১৫১ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদে অন্তত ৭৬টি আসনে জয় নিশ্চিত করতে হবে যে কোনো দলকে। এখান থেকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা হয়।
যদি সেটি করতে ব্যর্থ হয় তখন স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন প্রয়োজন হয় কিংবা ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম