• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

দুঃসময়ে শ্রীলঙ্কাকে বিশ্ব ব্যাংকের ১৬০ মিলিয়ন ডলার

প্রকাশ:  ১৮ মে ২০২২, ১৩:০০
আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব ব্যাংক থেকে ১৬০ মিলিয়ন ডলার মার্কিন ডলারের জরুরি ঋণ (ব্রিজ লোন) পেয়েছে চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা। অপরিহার্য ও জরুরি পণ্য আমদানির জন্য এই ঋণ এসেছে বলে বুধবার জানিয়েছেন দেশটির সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

সংসদে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'এই তহবিলগুলো জ্বালানী আমদানিতে ব্যবহার করা যায় কিনা তা দেখার জন্য আমরা কাজ করছি।' খবর স্ট্রেইট টাইমসের

এর আগে সোমবার বিক্রমাসিংহে বলেছিলেন যে, গভীর সংকটে থাকা দেশে মাত্র একদিনের পেট্রোল মজুদ আছে। দেশটির বিদ্যুৎ মন্ত্রী নাগরিকদের জ্বালানি পেতে দোকানের লাইনে দাঁড়িয়ে না থাকার অনুরোধ জানান।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। তিনি সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, প্রয়োজনীয় আমদানির জন্য দেশটির জরুরিভাবে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

ব্রিজ লোন হলো এক ধরনের স্বল্পমেয়াদী ঋণ। এটি সাধারণত বৃহত্তর বা দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ২ সপ্তাহ থেকে ৩ বছরের জন্য নেওয়া হয়। এটি সাধারণত যুক্তরাজ্যে ব্রিজিং লোন বলা হয়, এটি 'ক্যাভিট লোন' নামেও পরিচিত এবং কিছু অ্যাপ্লিকেশনে সুইং লোন হিসাবেও পরিচিত।

পূর্বপশ্চিম/জেআর

শ্রীলংকা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close