রাশিয়ার কাছে ২৫৬ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ

রাশিয়া দাবি করেছে, অস্ত্র পরিত্যাগ করে ইউক্রেনের ২৫৬ জন সেনা সদস্য আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৫১ জন গুরুতর আহত ছিলেন। ইউক্রেন জানিয়েছে, ৫৩ জন আহত সেনাসহ ২৬৪ সেনা আজভস্তাল ছেড়েছেন। তাদের সরিয়ে আনার চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের হাতে আটক রুশ বন্দী সেনাদের মুক্তির বিনিময়ে আজভস্তাল থেকে ইউক্রেনীয় সেনাদের ফিরতে দিচ্ছে রাশিয়া।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানা থেকে তারা বাকি সেনাদের সরিয়ে নিয়ে আসবেন। যুদ্ধের ৮২ দিন যাবত এই সেনারা মারিউপোলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন।
রয়টার্স জানিয়েছে, তারা আজভস্তাল থেকে বাসে করে ইউক্রেনীয় সেনাদের রুশ নিয়ন্ত্রণাধীন শহর নোভোআজভস্কে নিতে দেখেছেন। আহত ইউক্রেনীয় সেনারা স্ট্রেচারে শোয়া ছিলেন। একজন হুইল চেয়ারে ছিলেন তার মাথায় ব্যান্ডেজে মোড়ানো ছিল।
পূর্বপশ্চিম- এনই