কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১৫:০৬

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে খাদে পড়ে এক স্কুলবাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে। এতে আরও ১৫ শিশু আহত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) পার্বত্য সানটেন্ডার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর এএফপি।
সম্পর্কিত খবর
বিভাগের গভর্নর মৌরিসিও আগুইলার টুইটার বার্তায় বলেন, আমি লাগুনাডি অর্টিসেস-সান আন্দ্রেস সড়কে দুভাগ্যজনক স্কুল বাস দুর্ঘটনার খবর শুনেছি। সেখানে এ মর্মান্তিক ঘটনায় ছয় শিশু নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
মেয়র জোসে রোসেম্বার রোজাস বলেন, শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল থেকে সান-আন্দ্রেস শহর কেন্দ্রে ফিরে যাওয়ার সময় বাসটি উল্টে খাড়া রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বপশ্চিমবিডি/জেএস