ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনি

ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৯। গভীরতা ছিলো ১৯ কিলোমিটার (১২ মাইল)। খবর এএফপির।
রোববার (৯ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে।
সম্পর্কিত খবর
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, নিউ ব্রিটেন দ্বীপপুঞ্জ থেকে ২শ কিলোমিটার দক্ষিণ উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
এর আগে, ২০২০ সালে জুলাই মাসে রাজধানী পোর্ট মোরেসবাইতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে কমপক্ষে ১২৫ জনের মৃত্যু হয়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি