পাকিস্তানে যৌন অপরাধ বাড়ছে: ইমরান খান
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ১৩:২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সমাজে দুই ধরনের অপরাধ বাড়ছে। এর একটি হলো দুর্নীতি। অন্যটি যৌন অপরাধ।
রোববার (২ জানুয়ারি) বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। খবর: ডন।
সম্পর্কিত খবর
বৈঠকে ইমরান খান বলেন, আমাদের সমাজে যৌন অপরাধ ব্যাপক হারে বাড়ছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুদের যৌন হয়রানি। এর এক শতাংশের খবর পাওয়া যায়।
ইমরান খান বলেন, যৌন অপরাধের বিরুদ্ধে সমাজের লড়াই করতে হবে। দুর্নীতি ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে হবে। সমাজে দুর্নীতিবাজদের অগ্রহণযোগ্য করে তুলতে হবে। কিন্তু হতাশার বিষয় হলো আমাদের নেতারা যখন দীর্ঘদিন ধরে দুর্নীতি করে, তখন এই দুর্নীতি গ্রহণযোগ্য হয়ে যায়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি