জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১৫:৪১

আফগানিস্তানের কান্দাহারে জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ অক্টোবর) আফগানিস্তানের গণমাধ্যম এ তথ্য জানায়।
সম্পর্কিত খবর
স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কান্দাহার শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় একটি সূত্র জানায়, শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা অনেক হতে পারে।
এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো সঠিক বা সরকারি প্রতিবেদন পাওয়া যায়নি।
এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
পূর্বপশ্চিমবিডি/জিএস