পাকিস্তান করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত নয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে পিপিপি চেয়ারপার্সন বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, সরকার প্রত্যেক নাগরিকের জন্য ভ্যাকসিন কিনতে অস্বীকার করায় দেশ কোভিড-১৯’র চলমান তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত নয়।
স্থানীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাতের পর জ্যাকোবাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভ্যাকসিন কিনতে অস্বীকার করার ক্ষেত্রে সরকারের ‘জেদ’ করছে।একইসঙ্গে অন্যান্য আঞ্চলিক দেশগুলোর চেয়ে পিছিয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
তিনি বলেন, পাকিস্তান করোনার তৃতীয় ঢেউকে চ্যালেঞ্জ জানাতে একেবারেই প্রস্তুত নয়।
তিনি বলেন, আমাদের ফেডারেল সরকার একগুঁয়েমি দেখাচ্ছে, যে তারা প্রত্যেক পাকিস্তানির জন্য ভ্যাকসিন কিনতে প্রস্তুত নয়, যা এই সমস্যার একমাত্র সমাধান।
করোনার কারণে পাকিস্তানে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি