ইয়েমেনে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৮

ইয়েমেনের সানায় একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু ও আহত হয়েছেন ১৭০ জনেরও বেশি মানুষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর: রয়টার্স।
রোববারের (৭ মার্চ) এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
আইওএমের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক কার্মেলা গোদু এক টুইটে জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৯০ জনের অবস্থা আশঙ্কাজনক।
জাতিসংঘের সংস্থাটি আহতদের জরুরি স্বাস্থ্যসেবাসহ ভুক্তভোগীদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
অভিবাসন কেন্দ্রটিতে আগুন লাগার কারণ এখনো অজানা। সেখানে ঠিক কতোজন মানুষ ছিলেন, তাৎক্ষণিকভাবে সেটাও নিশ্চিত হওয়া যায়নি।
আইওএমের ধারণা, করোনাভাইরাস মহামারির কারণে উপসাগরীয় ও হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশগুলো চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইয়েমেনে আটকা পড়েন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি