১৪ বছরের কিশোরীকে জোর করে বিয়ের অভিযোগ পাকিস্তানি এমপির বিরুদ্ধে

১৪ বছরের কিশোরীকে জোর করে বিয়ে করার অভিযোগ পাকিস্তানের সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আয়ুবির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। দেশটির একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ আমলে তদন্তে নামে পাকিস্তানি পুলিশ।
জানা গেছে, বালোচিস্তানের সাংসদ এই মাওলানা জামিয়ত উলেমা এ ইসলামের নেতা আয়ুবি। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
সম্পর্কিত খবর
অভিযোগে রয়েছে, এক কিশোরীকে জোর করে বিয়ে করেছেন ওই সংসদ সদস্য। নিজের বয়স থেকে চার গুণ কম বয়সী কিশোরীকে বিয়ের এই ঘটনায় ক্ষুব্ধ বালোচিস্তানের সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়াজুড়ে মানুষের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
পাকিস্তান পুলিশের সংশ্লিষ্ট মহল বলছে, ওই কিশোরী সরকারি স্কুলের ছাত্রী। ২০০৬ সালের ২৮শে অক্টোবর জন্ম হয়েছে ওই কিশোরীর। স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে ওই কিশোরীর বাড়িতে তদন্ত সূত্রে যায় পুলিশ। তবে তার বাবা এই বিয়ের ঘটনা অস্বীকার করেছেন।