‘করোনার ভারতীয় স্ট্রেইন আরও ভয়ঙ্কর’

ভারতে করোনাভাইরাসের নতুন একটি ধরন বা স্ট্রেইন শনাক্ত হয়েছে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটির প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, এটি অন্য ধরনগুলোর চেয়ে আরও ভয়ঙ্কর।
মহারাষ্ট্রের অমরাবতী ও আকোলায় এই নতুন স্ট্রেইনের উপস্থিতি মিলেছে। রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, নতুন স্ট্রেইনের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব একটা ধোপে টিকবে না। কারণ ভারতের মোট জনসংখ্যার ৮০ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া জরুরি এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য। কেননা এই নতুন স্ট্রেনটি আগেরটির তুলনায় ভয়ঙ্কর ও অধিক সংক্রামক।
সম্পর্কিত খবর
এমনকি যাদের শরীরে আগে আক্রান্ত হওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, তাদেরও পুনরায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নতুন স্ট্রেইনের ক্ষেত্রে ভ্যাকসিন কতটা কার্যকর হবে সেটিও এখনই নিশ্চিত নয়। কারণ ভাইরাস চরিত্র বদল করলে বিদ্যমান টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই ভ্যাকসিন নিলেও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।
ভ্যাকসিন নেওয়া অবশ্য এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রণদীপ গুলেরিয়া আশাবাদ জানিয়ে বলেছেন, ভ্যাকসিন নিলে সংক্রমণ আটকানো না গেলেও প্রভাব ততটা ক্ষতিকারক হবে না। তবে এই স্ট্রেইনের নতুন চরিত্রের সঙ্গে ভ্যাকসিনের সামঞ্জস্য তৈরি করা যায় কিনা সেই ব্যাপারে খেয়াল রাখতে নিয়মিত তথ্য উপাত্ত সংগ্রহের পরামর্শ দিয়েছেন তিনি। সূত্র: নিউজ ১৮।
পিপি/জেআর