কৃষকদের ট্রাক্টর মিছিলে দিল্লি পুলিশের অনুমতি

সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল করা যাবে, দিল্লি পুলিশের অনুমতি মিলেছে। শনিবার (২৩ জানুয়ারি) এমনই দাবি করলো কৃষক সংগঠনগুলো। এদিন ১শ’ কি.মি. দীর্ঘ ট্রাক্টর মিছিল করা হবে বলে জানিয়ে কৃষক নেতারা বলেন, একদিকে যখন সাধারণতন্ত্র দিবসের প্যারেড হবে, তখন অন্যদিকে লম্বা মিছিল করে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন কৃষকরা।
কৃষকেরা আরো জানান, তারা বাইরের দিকের রাস্তা ধরে ট্রাক্টর মার্চ করবেন প্রজাতন্ত্র দিবসে। কৃষক নেতা যোগিন্দর এস উগ্রাহান বলেন, আইন তুলে না নেওয়া পর্যন্ত সরকারের কোনো দাবিই মানা হবে না। তাদের আজও একটাই দাবি, কৃষি আইন সম্পূর্ণ তুলে নিতে হবে ও এমএসপি কার্যকর করতে হবে।
সম্পর্কিত খবর
অন্যদিকে, সারা ভারত কিষাণ সভার ডাকে শনিবার নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে নাসিক থেকে মুম্বাই কৃষকদের মিছিল শুরু হয়। শনিবার দুপুরে নাসিকের গলফ ক্লাব ময়দান থেকে বিভিন্ন গাড়িতে করে এই মিছিল শুরু হয়। তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে প্রায় দুই মাস ধরে কৃষকদের আন্দোলন চলছে।
কৃষক নেতারা জানিয়েছেন, হাজার হাজার কৃষক এই প্রতিবাদ মিছিলে সামিল হতে চলেছেন। তারা আসবেন হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশের পশ্চিমাংশ থেকে।
দিল্লি সীমান্তে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে আত্মহত্যা করেন এক কৃষক। মৃত কৃষকের নাম রতন সিং। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
উল্লেখ্য, জানুয়ারির ২২ তারিখ কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে ১১ দফার বৈঠক হয় কেন্দ্রের। কিন্তু আগের বৈঠকগুলোর মতো এই বৈঠকও ছিলো নিস্ফলা।
এদিকে, তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে প্রায় দুই মাস ধরে কৃষকদের আন্দোলন চলছে। কৃষকদের ওই আন্দোলনকে সমর্থন জানাতে মিছিলের আয়োজন করা হয়েছে। সারা ভারত কৃষকসভার সঙ্গে সিআইটিইউ,এআইএডব্লিউএ, ডিওয়াইএফআই, এসএফআই শ্রমিক ক্ষেত মজুর, মহিলা যুব এবং ছাত্রদের ঐক্যবদ্ধ করবে এই মিছিলে আসার জন্য।
এদিন নাসিক থেকে বের হবার পর ঘাটানদেবীতে রাতে থামবে ওই মিছিল। সেখানে রাত কাটিয়ে ফের ২৪ জানুয়ারি সকাল ৯টায় ২০ হাজার কৃষক পাড়ি দেবে কারাঘাটের দিকে সেখান থেকে রওনা দেবে মুম্বাইয়ের উদ্দেশ্যে।
সংযুক্ত কৃষাণ মোর্চা দেশজুড়ে ২৩ থেকে ২৬ জানুয়ারি আন্দোলেনর আহ্বান জানিয়েছে। এর ফলে বিভিন্ন রাজ্যে এই সময় মিছিল মিটিং হবে। মহারাষ্ট্রের শ্রমিক কৃষকদের বহু সংগঠন সংযুক্ত ক্ষেতকারি-কামগার মোর্চা গত ১২ জানুয়ারি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলো ২৪ থেকে ২৬ জানুয়ারি মুম্বাইয়ের আজাদ ময়দানে বিশাল অবস্থান করবে। ২৪ তারিখ সেখানে যোগ দেবে নাসিক থেকে আসা কৃষাণসভার মিছিল।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি