করোনার টিকা নেয়ার দুই দিন পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু

করোভাইরাস প্রতিরোধে পর্তুগালে ফাইজার-বায়োএনটেকের টিকা নেয়ার পর সোনিয়া অ্যাকেভেডো নামে এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। বুধবার (৩০ ডিসেম্বর) করোনার টিকা নিয়েছিলেন তিনি। আর ১ জানুয়ারি আকস্মিক মৃত্যু ঘটে তার।
দেশটির পোর্তো শহরের পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন দুই সন্তানের মা সোনিয়া।
সম্পর্কিত খবর
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নতুন বছরের প্রথমদিন ঘরে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪১ বছর বয়সী সোনিয়া অ্যাকেভেডো। টিকা নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে। টিকা নেওয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথাও জানাননি তিনি। বরং টিকা নেয়ার মুহূর্তের সেলফি ফেসবুকে পোস্ট করেন তিনি।
এ বিষয়ে সোনিয়ার বাবা অ্যাবিলিও অ্যাকেভেডো বলেন, ‘সে একেবারে ঠিক ছিল। তার কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না।’
তিনি আরও বলেন, ‘সে করোনার টিকা নিয়েছিল। তার কোনো ধরনের উপসর্গ ছিল না। আমি জানি না কী হয়েছে আসলে। আমি শুধু কারণ জানতে চাচ্ছি। আমার মেয়ে কীভাবে মারা গেলে সেটি আমি জানতে চাই।’
পূর্বপশ্চিমবিডি/ এনএন